ভৈরবে আ.লীগের দুই পক্ষের ফের সংঘর্ষ, আহত ২৫

প্রকাশ | ২০ ডিসেম্বর ২০১৬, ১৬:৫২

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে আবার সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

উপজেলার লুন্দিয়া গ্রামে সোমবার রাতে সংঘর্ষের জেরে মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।

আহতদের ১৫ জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলেন- সোহরাব, মফিজ খান, লোকমান, লিটন, মনিরা বেগম, মীম বেগম, মুক্তার, বাসির, মামুন, দিদার, বিনয়, ফরহান, জুহুরা বেগম।

এছাড়া গুরুতর আহত বাতেনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষ আধিপত্য বিস্তার ও দলীয় কোন্দলকে কেন্দ্র করে সোমবার রাত সাড়ে ৮টার দিকে লাঠিসোডা, দা, বল্লম নিয়ে এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। পরে এই ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে তারা আবারও মাঠে সংঘর্ষে নেমে পড়ে। লুন্দিয়া গ্রামের পাগলা বাড়ির আব্দুল মজিদ ও মেনা বাড়ির আনিছ উল্লাহ গ্রুপের দুই নেতার নেতৃত্বে উভয় গোষ্ঠীর লোকজন সংঘর্ষ শুরু করলে উভয় পক্ষের প্রায় ২৫ জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুল আলম তালুকদার জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

তিনি বলেন, এলাকায় শান্তি শৃংখলা ফিরিয়ে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)