চিলাহাটি পর্যন্ত চালু হচ্ছে দুটি আন্তঃনগর

প্রকাশ | ২১ ডিসেম্বর ২০১৬, ১৬:০০

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস

সীমান্ত এক্সপ্রেস ও রূপসা এক্সপ্রেস সৈয়দপুরের পরিবর্তে চিলাহাটি হতে খুলনা পর্যন্ত চালু হচ্ছে। রেলের একটি সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ১ জানুয়ারি হতে উভয় আন্তঃনগর ট্রেন দুটি চিলাহটি-খুলনা রুটে চালু হওয়ার সম্ভাবনা বেশি।

ইন্দোনেশিয়া হতে আমদানিকৃত কোচ দিয়ে উভয় ট্রেনের রেক সাজানো হবে বলে সূত্রটি আরও জানয়েছে।

ট্রেন দুটো চিলাহাটি হতে চলাচল করলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ডোমার, ডিমলা প্রভৃতি অঞ্চলের যাত্রী সাধারণের সুবিধা হবে।

পার্বতীপুর-চিলাহাটি লাইনে ট্রেনগুলোর যাত্রাবিরতি হবে সৈয়দপুর-নীলফামারী ও ডোমার রেলওয়ে স্টেশনে।

অপর দিকে ঢাকাগামী আরও একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চালুর পরিকল্পনা হাতে নিয়েছে রেল কর্তৃপক্ষ।

এ ট্রেনটি দিনে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ঢাকা হতে চিলাহাটি অভিমুখে রাতে আসবে বলে সূত্রটি জানায়।

(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)