আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ‘ইন্ধন’, ১২১ জন বরখাস্ত

প্রকাশ | ২১ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৭ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের নামে উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতী এবং শ্রমিকদের অসন্তোষের ঘটনায় ‘ইন্ধন’ দেয়ার অভিযোগে ১২১ জনকে বরখাস্ত করা হয়েছে।  বরখাস্ত হওয়া শ্রমিকরা উইন্ডি এ্যাপারেলস কারখানায় চাকরি করতেন।

বুধবার সকালে বরখাস্ত হওয়া এসব শ্রমিকদের তালিকা কারখানার ফটকে ঝুলিয়ে রাখতে দেখা গেছে। এ ব্যাপারে কারখানার কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

জানতে চাইলে শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ‘উইন্ডি গ্রুপের শ্রমিক ছাটাই কিংবা সাময়িক বরখাস্তের বিষয়টি আমার জানা নাই।’

গত কয়েক দিন ধরেই ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছে শিল্পাঞ্চলের বেশ কয়েকটি কারখানার শ্রমিক। এ ঘটনায় বিজিএমই ৫৫টি কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/প্রতিনিধি/জেডএ)