আবদুর রাজ্জাকের প্রতি ছাত্রলীগের শ্রদ্ধা

প্রকাশ | ২৩ ডিসেম্বর ২০১৬, ১২:২৭ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৬, ১৯:৫৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রৗ ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাকের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ছাত্রলীগ। এই নেতার পঞ্চম মৃত্যু বার্ষিকীতে সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানান ছাত্রলীগ নেতারা।

ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম  জাকির হোসাইন এ সময় উপস্থিত ছিলেন। তারা আবদুর রাজ্জাকের আত্মার শান্তি কামনায় দোয়া করেন। সেই সঙ্গে এই নেতার আদর্শ অনুসরণ করে দেশের ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকারও করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ ও তিতুমীর কলেজ শাখার নেতা-কর্মীরা।

রাজনীতিতে নির্লোভ হিসেবে পরিচিত রাজ্জাক ছাত্র জীবনেই জড়িয়েছিলেন মানুষের অধিকার আদায়ের সংগ্রামে। ১৯৬৫ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত তিনি পর পর দুই বার ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

তুখোর ছাত্রনেতা হিসেবে পরিচিতি পাওয়া শরীয়তপুরের আবদুর রাজ্জাক মুক্তিযুদ্ধের সময় রাখেন গৌরবোজ্জ্বল ভূমিকা। মুক্তিযুদ্ধ চলাকালে ছাত্রলীগ নেতা-কর্মীদের দিয়ে মুজিব বাহিনী গঠনেন অন্যতম রূপকার ছিলেন তিনি। মুজিব বাহিনীর চার নং সেক্টরের কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন। মুজিব বাহিনীর সংগঠক ছাড়াও মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষকও ছিলেন রাজ্জাক।

১৯৭৩, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন রাজ্জাক। ১৯৯১ সাল থেকে থেকে ২০০৯ পর্যন্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। আর ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে পানিসম্পদ মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

আব্দুর রাজ্জাক ২০১১ সালের ২৩ ডিসেম্বর লন্ডনের কিংস কলেজ হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/ডব্লিউবি