নির্বাচনে হেরে বিএনপির মাথা ঠিক নাই: নাসিম

প্রকাশ | ২৪ ডিসেম্বর ২০১৬, ১৯:০৩ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৬, ১৯:১৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে হারার পর বিএনপি নেতাদের প্রতিক্রিয়ায় নেতাদের ‘মাথায় সমস্যা’ হিসেবে দেখছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলন, ‘তাদের মাথা ঠিক নাই, নাট-বল্টু ঢিলা হয়ে গেছে।

রবিবার রাজধানীতে এক আলোচনায় নাসিম এ কথা বলেন। মহান বিজয় দিবসের ৪৫ বছর পূর্তিতে মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন নামে একটি সংগঠন এই আলোচনার আয়োজন করে।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ ভোটগ্রহণের পর একে সুষ্ঠু বলেছিলেন বিএনপি নেতাার। কিন্তু ফলাফল ঘোষণার পর তাদের প্রার্থী সাখাওয়াত হোসেন খান প্রায় ৮০ হাজার ভোটে হেরে যাওয়ার পর নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছেন দলটির নেতারা। নির্বাচন কারচুপি হয়েছে এমনটি বললেও কোথায় কারচুপি হয়েছে সেটি অবশ্য বলতে পারছেন না তারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নারায়ণগঞ্জে কী হয়েছে তারা তা বুঝতে পারছেন না। আর দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেছেন, ডিজিটাল কারচুপি হয়েছে। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দাবি জানান বিচারবিভাগীয় তদন্তে।

বিএনপির এমন প্রতিক্রিয়ায় নাসিম বলেন বলেছেন, ‘নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। যা সারা জাতি দেখেছে মিডিয়ার কল্যাণে। কেউ কোন প্রশ্ন তুলতে পারছে না নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে। এমন কি নির্বাচনের সারাদিন বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে নির্বাচন সুষ্ঠু হয়েছে।’

আওয়ামী লীগের অধীনে সব সময় সুষ্ঠু নির্বাচন হয় দাবি করে নাসিম বলেন, ‘সুষ্ঠু নির্বাচনে হয়েছে পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে বলেই শাসক দলের মেয়র প্রার্থীরা হেরেছে। এমন কি যারা সফল মেয়র তারাও পরাজিত হয়েছে। আওয়ামী লীগ পরাজিত হয়েছে কিন্তু নির্বাচনে কোন রকম হস্তক্ষেপ করে নাই।’

নাসিম বলেন, সরকারের জঙ্গি দমনে সাফল্যের পাশাপাশি দারিদ্র্য বিমোচন, পদ্মা সেতুসহ উন্নয়নের যে ধারা প্রধানমন্ত্রী সৃষ্টি করেছেন তারই প্রথম রায় এই নারায়ণগঞ্জ নির্বাচনের সফলতা।

প্রার্থী নির্বাচনে বিএনপির ভুল ছিল মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন এক প্রকার খেলা। এই খেলায় ভালো স্ট্রাইকার দরকার হয়। নির্বাচনী খেলায় জেতার জন্য তাদের স্ট্রাইকার নির্বাচন করা ভুল ছিল। তাছাড়া জামায়াত না ছাড়াও নির্বাচনে বিএনপির পরাজয়ের অন্যতম কারণ।’

২০১৯ সালে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে জানিয়ে নাসিম বলেন, ‘আমরা জনগণকে বিশ্বাস করি, এই জনগণই ঠিকমত রায় দেবে।’

(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/জিএম/ডব্লিউবি)