জরায়ুমুখের ক্যানসার নির্ণয়ে দেশে উন্নত পদ্ধতি চালু

প্রকাশ | ২৫ ডিসেম্বর ২০১৬, ০৮:২৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জরায়ুমুখের ক্যানসার নির্ণয়ে ‘লিকুইড বেইসড সাইটোলজি (এলবিসি) পদ্ধতি বাংলাদেশে প্রথমবারের মতো চালু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শনিবার আনুষ্ঠানিকভাবে চালু করা হয় এই পদ্ধতির।

অনুষ্ঠানে জানানো হয়,বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৩ হাজার নারী জরায়ুমুখ ক্যানসারে নতুন করে আক্রান্ত হন। একটু সচেতন হলেই এর প্রতিরোধ সম্ভব। নারীদেহের বিভিন্ন ধরনে ক্যানসারের মধ্যে জরায়ুমুখ দ্বিতীয় সর্বোচ্চ এবং ক্যানসারজনিত মৃত্যুতে এর স্থান পঞ্চম বলে বিশেষজ্ঞ চিকিৎসকরা উল্লেখ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, জরায়ুমুখের ক্যানসার নির্ণয়ে লিকুইড বেইসড সাইটোলজি পরীক্ষাটি চালু হওয়ায় দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হলো।

বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা ও চিকিৎসাসেবা আজ একটি গৌরবের জায়গায় পৌঁছেছে উল্লেখ করে তিনি বলেন,দেশের চিকিৎসাসেবার মান অনেক বেড়েছে এবং অনেক দূর এগিয়ে গেছে। আরও কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা চালু হলে বাংলাদেশেই আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা দেয়া সম্ভব হবে।

অনুষ্ঠানে জানানো হয়, জরায়ুমুখের ক্যানসার নির্ণয়ে এ ধরনের পরীক্ষা পদ্ধতি বাংলাদেশে এই প্রথম। প্রচলতি কনভেনশনাল মেথড থেকে এ পদ্ধতি অনেক উন্নতমানের।

বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সুলভ মূল্যে সংশ্লিষ্ট রোগীরা এ পরীক্ষাটি করাতে পারবেন। ভবিষ্যতে লিকুইড বেইসড সাইটোলজি পরীক্ষা পদ্ধতির মাধ্যমে জরায়ুমুখের ক্যান্সার ছাড়াও অন্যান্য ক্যানসারসমূহ সঠিকভাবে নির্ণয় করা যাবে। লিকুইড বেইসড সাইটোলজি ডায়াগনোসিস-এর মাধ্যমে আরও স্পষ্টভাবে ক্যানসারের পূর্ব অবস্থা নির্ণয় করা যাবে এবং ক্যানসার হওয়া থেকে মানুষকে রক্ষা করা যাবে।

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/জেবি)