নীলফামারীতে হঠাৎ বৃষ্টি

প্রকাশ | ২৬ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৯

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস

কুয়াশার চাদরে ঢাকা শীতের সকালে হঠাৎ কালো মেঘে ঢাকা পড়ে গোটা জেলা। এরপরই শুরু হয় বৃষ্টি। সোমবার সকাল ১০টা ৮মিনিট থেকে টানা ১১টা পর্যন্ত গুড়ি গুড়ি থেকে মাঝারি বৃষ্টি হয়। ভোর থেকে কুয়াশার প্রভাব কম থাকলেও শীত মৌসুমে হঠাৎ বৃষ্টি হওয়ায় বিপাকে পড়ে গৃহিনী, অফিসগামী কর্মচারী ও কলেজগামী শিক্ষার্থীরা।

এবছর শীত মৌসুমের প্রথম বৃষ্টিতে বোরো ধানের বীজতলা, গম, তামাক, সরিষা ও শীতকালীন শাকসবজিসহ আবাদী জমির উপকার হলেও আলু ক্ষেতের ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ।

সারাদিনই সূর্যের মুখ দেখা যায়নি। হাড়কাঁপানো শীত জেঁকে বসেছে।

শহরের শাহীপাড়ার গৃহিনী সবনম আক্তারী সম্পা ও নিগার সুলতানা ইতি জানান, প্রকৃতির এমন অদ্ভত আচরণ এর আগে কখনও দেখেনি।

ওদিকে বৃষ্টির ফলে জেলা পরিষদ নির্বাচনের ভোট প্রার্থীদের মাথায় হাত পড়েছে। ভোট প্রার্থনায় সাঁটানো হাজার হাজার পোস্টার বৃষ্টির পানিতে ছিড়ে নষ্ট হয়ে যাওয়ায় স্থানীয় ছাপাখানাগুলির কাজ বেড়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন ঢাকাটাইমসকে জানান, তিন মিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত কয়েকবছর ধরে শীতকালে এমন বৃষ্টি হচ্ছে।

 (ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)