মুখ্যসচিব পদে এবার চুক্তিভিত্তিক নিয়োগ কামাল চৌধুরীর

প্রকাশ | ২৭ ডিসেম্বর ২০১৬, ১৮:০৭ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৬, ২০:০১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

এবার চুক্তি ভিত্তিতে মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেলেন কামাল আবদুল নাসের চৌধুরী। এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিল করে ৩১ ডিসেম্বর বা তার যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে মুখ্য সচিব নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সরকারি কর্মচারী (অবসর) আইন অনুযায়ী, গত ২২ ডিসেম্বর কামাল চৌধুরীকে চাকরি থেকে অবসর দিয়ে ১৮ মাসের পিআরএল মঞ্জুর করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই পিআরএল বাতিল করে কামাল চৌধুরীকে চুক্তিতে মুখ্য সচিব নিয়োগ দিল সরকার।

চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলী সম্পাদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে আদেশে বলা হয়েছে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কামাল চৌধুরীকে গত ২৭ নভেম্বর মুখ্য সচিবের পদে বদলি করা হয়। ২২ ডিসেম্বর চাকরির স্বাভাবিক বয়সসীমা শেষ হয় তার। ফলে নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন এই পদে। এটি মন্ত্রিপরিষদ সচিবের সমান মর্যাদার।

 (ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/এমএম)