মাগুরায় জাতীয় সমাজ সেবা দিবস পালিত

প্রকাশ | ০২ জানুয়ারি ২০১৭, ১৮:০৮

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস

‘সমাজ সেবার উদ্ভাবন, এবার সেবায় ডিজিটালাইজেশন’ এই প্রতিপাদ্য নিয়ে সোমবার মাগুরায় জাতীয় সমাজ সেবা দিবস-২০১৭ পালিত হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে বেলা ১১টায় কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক শেখ মাহেনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবর রহমান। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জাহিদুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাসুদেব কুন্ডু, জেলা এনজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিমসহ অন্যান্যরা।

(ঢাকাটাইমস/০২জানুয়ারি/প্রতিনিধি/জেবি)