চিকেন পক্স হলে যা করবেন না

প্রকাশ | ০২ জানুয়ারি ২০১৭, ১৯:৩১

ঢাকাটাইমস ডেস্ক

শীতকালে ঘরে ঘরে দেখা দেয় চিকেন পক্স।এই রোগটি খুব ছোঁয়াচে। তাই একজনের চিকেন পক্স হওয়া মানে তার কাছের লোকজনদেরও সাবধানে থাকতে হয়। তাই জেনে নিন, চিকেন পক্স হলে কোন জিনিসগুলো করা একেবারেই উচিত নয়।

ঠাণ্ডা খাবার খাবেন না

এই সময় যেকোনো খাবারই একটু গরম-গরম খাবেন। ঠাণ্ডা খাবার একদম খাবেন না। বিশেষ করে ফ্রিজের খাবার ছুঁয়েও দেখবেন না।

বেশি পানি খাবেন

এই সময় মুখের স্বাদ চলে যায়। তাই পানি খেতেও খুব একটা ইচ্ছে করে না। কিন্তু ইচ্ছে না করলেই তো আর হবে না। পানি রোজ নিয়ম করে খাবেন।

ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না

এখন মানুষ কিছু হলেই নিজেই ওষুধ খেয়ে নেন। কিন্তু সেই কাজ একদম করবেন না। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না।

পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন

এই রোগের সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুবই জরুরি। না হলে, রোগ পরিবারের অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে দ্রুত।

(ঢাকাটাইমস/০২জানুয়ারি/জেবি)