খাগড়াছড়িতে সড়ক অবরোধ চলছে, গাড়ি ভাঙচুর

প্রকাশ | ০৪ জানুয়ারি ২০১৭, ১১:০৩

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার মুক্তির দাবিতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। সুপার জ্যোতি চাকমা মুক্তি সংগ্রাম কমিটি এই কর্মসূচির ডাক দিয়েছে।

বুধবার সকাল ৮টায় জেলার মানিকছড়ি কলেজ গেইট এলাকায় অবরোধকারীরা হামলা করে গাড়ি ভাঙচুর করেছে বলে খবর পাওয়া গেছে। 

মঙ্গলবার সন্ধ্যায় কমিটির সদস্য সচিব ত্রিলন চাকমা ওরফে দয়াধন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক ইমেইল বার্তায় এই কর্মসূচির ঘোষণা দেন।

অবরোধের কারণে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে সবধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্তক অবস্থায় থাকা সত্ত্বেও মানিকছড়িতে গাড়ি ভাঙচুর হয়েছে। আকস্মিভাবে অবরোধ ডাকার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। তবে কোনো কোনো সড়কে পুলিশ নিরাপত্তা দিয়ে নৈশকোচের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে দেখা গেছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মজিদ আলী জানান, এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত, রবিবার রাত সোয়া ২টার দিকে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার সরকারি বাসভবনে যৌথবাহিনী অভিযান চালিয়ে পাঁচ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তলসহ তাকে আটক করা হয়।

পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৪জানুয়ারি/প্রতিনিধি/এলএ)