মাগুরায় তাবলিগ জামাতের জেলা ইজতেমা শুরু বৃহস্পতিবার

প্রকাশ | ০৪ জানুয়ারি ২০১৭, ১৯:২২

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস

তাবলিগ জামাতের তিন দিনব্যাপী মাগুরা জেলা ইজতেমা বৃহস্পতিবার থেকে  মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় ও আদর্শ কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে দূর-দুরান্ত থেকে মুসল্লিরা আসতে শুরু করেছেন।

ইজতেমা ময়দানের  জিম্মাদার  রুহুল  আমিন  জানান, দ্বিতীয়বারের  মত মাগুরায়  বৃহৎ  আকারে  অনুষ্ঠিত  হচ্ছে তাবলিগ  জামাতের জেলা  ইজতেমা।  গত ২৬  বছর  আগে  মাগুরায় ছ্টো পরিসরে অনুষ্ঠিত  হয়েছিল প্রথম ইজতেমা।

ইতিমধ্যে বুধবার সকাল থেকে মাঠে জেলার  ৪ উপজেলা থেকে মুসুল্লিরা  জামাত আকারে আসতে  শুরু করেছে। দুই মাস  আগে থেকে  মাঠ  প্রস্তুতের  কাজ শেষ পর্যায়ে। মাঠে জেলার  তাবলিগ জামাতের সাথী মুসুল্লিরা  দিনরাত কষ্ট  করছে।

শনিবার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে।

কারাইল মসজিদ তাবলিগ জামাতের সুরা হযরত মাওলানা রবিউল হকের এ মোনাজাত পরিচালনার কথা।

(ঢাকাটাইমস/৪জানুয়ারি/প্রতিনিধি/এলএ)