বাড্ডায় গৃহবধূর আত্মহত্যা

প্রকাশ | ০৪ জানুয়ারি ২০১৭, ২০:২৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর বাড্ডা এলাকায় গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তার নাম রিয়া মনি (২০)।বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মৃতের চাচি শাশুড়ি খাদিজা বেগম বলেন, বিকালে আমাদের সবার গুলশানে আগুনে ক্ষতিগ্রস্ত মার্কেট দেখতে যাওয়া কথা ছিল। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাই। পরে ঘুম থেকে উঠে রিয়ার কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে দেখি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে ঝুলে আছে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে সন্ধ্যা সাতটার দিকে মৃত ঘোষণা করেন।

রিয়া মনি তার পরিবারের সঙ্গে মধ্য বাড্ডার আদর্শনগরের নাসিরের টিনসেট বাড়িতে থাকতেন। তার স্বামীর নাম নাসির মিয়া। তিনি একটি ডিপার্টমেন্টাল স্টোরে বিক্রয়কর্মীর কাজ করেন।

(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/এএ/জেবি)