মির্জাপুরে নানা আয়োজনে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ | ০৪ জানুয়ারি ২০১৭, ২১:২৮ | আপডেট: ০৪ জানুয়ারি ২০১৭, ২৩:১৭

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

কেক কাটা, আনন্দ র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে সদরের কলেজ রোডের দলীয় কার্যালয়ের  সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা ক্রীড়া সংস্থা ভবনের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার নাঈম হোসেনে সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, টাঙ্গাইল জেলা যুবলীগের সহ সভাপতি খান আহম্মেদ শুভ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা যুবলীগের আহবায়ক সেলিম সিকদার, যুগ্ম আহ্বায়ক মাজাহারুল ইসলাম শিপলু, আজাহারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, ছাত্রলীগ নেতা তাহরীম হোসেন সীমান্ত প্রমুখ। পরে প্রধান অতিথিসহ অন্যান্যরা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৬৯ পাউন্ড ওজনের কেক কাটেন।

(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/প্রতিনিধি/ইএস)