আট ঘণ্টা পর কাওড়াকান্দি-শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু

প্রকাশ | ০৫ জানুয়ারি ২০১৭, ১২:০০

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

আট ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরিসহ সকল নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।

মাঝ পদ্মায় আটকে থাকা ফেরিগুলোও নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে।  এসকল ফেরিতে যাত্রীবাহী বাসসহ ব্যক্তিগত গাড়ি নিয়ে সারারাত পদ্মায় আটকে থেকে চরম দুর্ভোগের শিকার হয়েছিলেন যাত্রীরা।

এদিকে শিবচরের কাওড়াকান্দি ঘাটে গত রাত থেকে আটকে থাকা ৮টি নৈশকোচ ফেরি চলাচল শুরুর সাথে সাথেই অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের  ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, বেলা ১১টা থেকে ফেরি চলাচল শুরু করেছে।

(ঢাকাটাইমস/৫জানুয়ারি/প্রতিনিধি/এলএ)