আখেরি মোনাজাতে শেষ হলো ভোলা জেলা ইজতেমা

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০১৭, ১৫:৪৭

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস

বিশ্বশান্তি, দেশ-জাতি, মুসলিম উম্মাহর সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ভোলা জেলা ইজতেমা শেষ হয়েছে। আখেরি মোনাজাতে প্রায় চার লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

শনিবার দুপুর ১২টা ১০ মিনিটে শুরু হয় ইজতেমার আখেরি মোনাজাত। প্রায় ১৫ মিনিট স্থায়ী এই মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা মোহাম্মদ হোসেন।

মোনাজাতে অংশ নেন- বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এমপি আলী আজম মুকুল।

বৃহস্পতিবার ফজরের নামাজ আদায় শেষে আম বয়ানের মধ্যদিয়ে ভোলা জেলার দৌলতখান উপজেলার ঘুইংগারহাট এলাকায় ১২০ একর জমির মাঠে তিন দিন ব্যাপী এ ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।

(ঢাকাটাইমস/৭জানুয়ারি/প্রতিনিধি/এলএ)