চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০১৭, ১৬:৫৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

চুয়াডাঙ্গায় কাঠবোঝাই টাক্টরের সাথে খোয়া ভাঙ্গা মেশিনের সংঘর্ষে রিপন নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন রাম প্রসাদ ও আবু সাঈদ নামে আরো দুই জন।

রবিবার সকালে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের কোমড়পুর গ্রামের এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন খোয়া ভাঙ্গা মেশিনের চালক। সে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা আদিবাসী এলাকার গৌরাঙ্গের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রিপন তার সঙ্গীদের নিয়ে খোয়া মেশিন চালিয়ে দামুড়হুদা উপজেলা শহরের দিকে যাচ্ছিল।

এসময় বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই ট্রাক্টরের সাথে সংঘর্ষ হলে রিপন, রাম প্রসাদ ও আবু সাঈদ আহত হয়। তাদের সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চুয়াডাঙ্গা দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ জানান, ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

(ঢাকাটাইমস/৮জানুয়ারি/প্রতিনিধি/এলএ)