মির্জাপুরে কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

প্রকাশ | ১২ জানুয়ারি ২০১৭, ১৯:১৮ | আপডেট: ১২ জানুয়ারি ২০১৭, ১৯:১৯

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের মির্জাপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হিফজুল কোরআন ফাউন্ডেশন এ কোরআন প্রতিযোগিতার আয়োজন করে।


বৃহস্পতিবার পৌর কমিউনিটি সেন্টারে হিফজুল কোরআন ফাউন্ডেশনর সভাপতি হাফেজ মাওলনা ফরিদ হোসাইনের সভাপতিত্বে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা হয়।


এ সময় মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন, দুবাই থেকে আগত মাহমুদ বিন সাঈফ, ঢাকার লালবাগ শাহী মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মো. আবু নাসির, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া শাহী মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মো. আব্দুল হালিম, মির্জাপুর থানা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মাওলনা মো. শফিকুল ইসলাম ত্রিশালী, জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান খান বাবুল কাউন্সিলর আলী আজম সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার ১০টি মাদরাসা ২৫ জন প্রতিযোগী অংশ নেয়।
চূড়ান্ত প্রতিযোগিতায় দেলদুয়ার উপজেলার মুশুরিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র দেলুয়ার হোসেন প্রথম, মির্জাপুর দারুল কোরআন হাফিজিয়া মাদরাসার ছাত্র জহিরুল ইসলম দ্বিতীয় ও মির্জাপুর ইসলামী যুব কল্যাণ দারুল উলুম হাফিজিয়া মাদরাসার ছাত্র আব্দুল কাইয়ুম তৃতীয় স্থান লাভ করে। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/প্রতিনিধি/ইএস)