প্রথম সেশনকে গুরুত্বপূর্ণ ভাবছেন তামিম

প্রকাশ | ১২ জানুয়ারি ২০১৭, ২১:৩৬ | আপডেট: ১২ জানুয়ারি ২০১৭, ২১:৪০

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

ওয়েলিংটনে আজ শুরু হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। বৃষ্টির কারণে এদিন খেলা হয়েছে মাত্র ৪০.২ ওভার। আর তাতে বাংলাদেশের অবস্থানও মোটামুটি ভালো। এদিন তিন উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার দিনের খেলা শেষে টাইগার ওপেনার তামিম ইকবাল বলেন, কাল প্রথম সেশনটা খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রথম সেশনটা যদি আমরা ভালোভাবে কাটাতে পারি তাহলে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। টেস্ট ক্রিকেটে সেশন বাই সেশন ভালো খেলতে পারাটা গুরুত্বপূর্ণ। মুমিনুল ভালো খেলছে। ও যদি ইনিংসটা লম্বা করতে পারে তাহলে আশা করি, ভালো সংগ্রহই হবে।

এদিন ৫০ বল খেলে ৫৬ রান করে আউট হন তামিম ইকবাল। আর ৬৪ রান করে অপরাজিত থাকেন মুমিনুল হক। মাহমুদউল্লাহ রিয়াদ করেন ২৬ রান। ইমরুল কায়েসের ব্যাট থেকে আসে মাত্র এক রান। পাঁচ রান করে অপরাজিত থাকেন সাকিব আল হাসান।

(ঢাকাটাইমস/১২ জানুয়ারি/এসইউএল)