হোন্ডার সেলফ ব্যালেন্সিং বাইক (ভিডিও)

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০১৭, ১১:৫৪ | আপডেট: ১৪ জানুয়ারি ২০১৭, ১২:৪৪

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস

দুই চাকায় দাঁড়িয়ে থাকতে পারে এমন একটি সেলফ ব্যালেন্সিং বাইক তৈরি করলো বিখ্যাত অটোমোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান হোন্ডা। এই বাইকটি সম্পতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রোনিক্স শোতে প্রদর্শন করা হয়। প্রদর্শনীটি ১১ জানুয়ারি শেষ হয়। 

বাইকটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে দুই চাকার ওপর দাঁড়িয়ে থাকতে পারে। এর ব্যালেন্সিং ফিচার বাইকটিকে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। এর ফলে পার্কিংয়ে কম জায়গায় বাইকটি পার্ক করা যাবে। 

সেলফ ব্যালেন্সিং এই বাইকটিতে রাইডিং অ্যাসিস্ট টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এতে জাইরোস্কোপও রয়েছে। এছাড়াও বাইকটিতে অত্যাধুনিক সব ফিচার রয়েছে। 
 
বাইকটি স্পোর্টস ঘরানার। এতে আছে শক্তিশালী ইঞ্জিন। দুই চাকায় রয়েছে ডিস্ক ব্রেক। এছাড়াও বাইকটির বডি গ্রাফিক্সও অসাধারণ। 

হোন্ডা সেলফ ব্যালেন্সিং এই বাইকটি কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে কিছু জানা যায়নি। এর দর দামও প্রকাশ করেনি হোন্ডা।

দেখুন ভিডিও:  

 

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এজেড)