শরণার্থীদের আশ্রয় দেয়া মের্কেলের ‘সর্বনাশা ভুল’ : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০১৭, ০৯:২৫
অ- অ+

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, দশ লাখেরও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল ‘সর্বনাশা ভুল’ করেছেন। তিনি আরও বলেন, ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা মের্কেল এবং ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে জার্মানির জন্য বাহনস্বরূপ।

ব্রিটিশ সংবাদপত্র টাইমস অব লন্ডন এবং জার্মান সংবাদপত্র দা বিল্ডকে দেয়া এক সাক্ষাতকারে ট্রাম্প এসব কথা বলেন।এই সপ্তাহে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসছেন তিনি। ক্ষমতায় আসার আগে তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি, সিরিয়া প্রসঙ্গ এবং ইরাক যুদ্ধ প্রসঙ্গেও কথা বলেছেন। এই সাক্ষতকারে মূলত ক্ষমতায় আসার প্রাক-মুহূর্তে নিজের বিদেশ-নীতি কেমন হবে তা নিয়ে একটা ধারণা দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যে যে ঘাটতি আছে তা পূরণ করাই ট্রাম্পের অন্যতম উদ্দেশ বলে তিনি উল্লেখ করেছেন। বিশেষত চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘাটতি পুষিয়ে নিতে ট্রাম্প বিশেষভাবে আগ্রহী বলে জানিয়েছেন। এই ঘাটতি মেটাতে তিনি 'ফেয়ারার ট্রেড ডিল' বা ব্যবসায়িক ক্ষেত্রে আরো অনুকূল নীতি নেয়ার পক্ষপাতী। ট্রাম্প ফ্রি ট্রেড নয় বরং স্মার্ট ট্রেডের উপরে গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন।

সিরিয়ার অভিবাসী প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘এতো বিপুল সংখ্যাক শরণার্থীকে জার্মানিতে জায়গা দেয়া উচিত হয়নি। এর বদলে সিরিয়াতেই সেফ জোন তৈরি করা উচিত ছিল’।

ট্রাম্প আরও বলেন, ‘আমার মনে হয় সিরিয়াতেই সেফ জোন তৈরি করা গেলে, এতে ব্যয় কিছুটা কমতো। আর এজন্য উপসাগরীয় রাষ্ট্রগুলোরও কিছু অর্থ খরচ করা উচিত। কারণ তাদের এতো প্রচুর অর্থ আছে যা অন্যদের নেই। আমরা এবং তারা মিলে এই কাজ করতে পারলে এতে ব্যয় অনেক কম হতো এবং জার্মানি আজকে যে ট্রমার ভেতর দিয়ে যাচ্ছে তা অনেক কম হতো। তাই আমি বলবো, সিরিয়াতে সেফ জোন তৈরি করুন।’

রাশিয়া প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, একটা উল্লেখযোগ্য পরিমাণে পারমানবিক অস্ত্র হ্রাসের ব্যাপারে যুক্তরাষ্ট্র ও রাশিয়া যদি একমত হতে পরে তবেই রাশিয়ার উপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেব।

এদিকে রাশিয়ার কর্মকাণ্ড, সামর্থ্য ও অভিসন্ধি সম্পর্কে ট্রাম্প ভালোভাবে জানেন না বলে সমালোচনা করেছেন সিআইএ-এর পরিচালক জন ব্রেনান। মস্কোর উপর থেকে নিষেধাজ্ঞা উঠানোর ক্ষেত্রেও হোয়াইট হাউসকে খুবই সতর্ক হতে হবে বলেও তিনি উল্লেখ করেছেন।

ইরাকে মার্কিন আগ্রাসন নিয়ে ট্রাম্প বলেন, ‘ইরাকে হামলা করা উচিত হয়নি’।

শুধু তাই নয়, ইরাকে হামলার এই সিদ্ধান্তকে মার্কিন ইতিহাসের সবচেয়ে জঘন্য ঘটনা হিসেবেও তিনি উল্লেখ করেছেন।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/জেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিন: সরকারকে বাংলাদেশ ন্যাপ
অতিথি পাখিতে মুখরিত মানিকগঞ্জের গোপীনাথপুর বিল
পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দায় সরকার
তানজিদ তামিমের অর্ধশতকে ১৩৯ রানে থামল ঢাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা