সাত খুনের রায়ে সন্তুষ্ট তারেক সাঈদের গ্রামের মানুষ

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০১৭, ১৮:১৮ | আপডেট: ১৬ জানুয়ারি ২০১৭, ২২:০৭

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

দেশবাসীর বিবেক স্তব্ধ করা বহুল আলোচিত নারায়নগঞ্জের সাত খুনের মামলায় ২৬ জনের ফাঁসির রায় হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সাজাপ্রাপ্ত সাবেক র‌্যাব কর্মকর্তা তারেক সাঈদের গ্রামের মানুষ। নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িত থাকায় তারেক সাঈদসহ তার সহযোগীদের বিচার হোক এটা চান গ্রামের সবাই।

তারেক সাঈদের গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের দেবত্রী গ্রামে।

সোমবার সকালে এলাকার মানুষ অধীর আগ্রহ নিয়ে বহুল আলোচিত সাত খুনের মামলার রায় শুনতে টেলিভিশনের সামনে ভিড় করেন। রায় শোনার পর তারা সন্তোষ প্রকাশ করেন।

তারেক সাঈদের গ্রামের বাসিন্দা হাসান আলী ঢাকাটাইমসকে বলেন, ‘আমরা এই রায়ে খুশি। আমরাও চাই তার বিচার হোক। আইনের লোক হয়ে তিনি যে কাজটি করেছেন সেটা কেউ কোনোদিন সমর্থন করতে পারেন না।’ তিনি বলেন, ‘তার তাদের দৃষ্টান্তমূলক বিচার হলে ভবিষ্যতে কেউ এমন কাজ করার দুঃসাহস দেখাবে না।’

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাবেক সেনা অফিসার মজিবুর রহমানের ছেলে তারেক সাঈদ কখনোই গ্রামের বাড়িতে আসতেন না। এর ফলে এলাকাবাসীর কাছে তারেক সাঈদ ছিলেন অনেকটা অপরিচিত। নারায়ণগঞ্জের ঘটনার পরপরই তার গ্রামসহ উপজেলাবাসী তার পরিচয় জানতে পারে এবং বিষয়টি আলোচনায় আসে। তবে তারেক সাঈদের পরিবারের কেউই গ্রামে থাকেন না। এমনকি বাড়িতে তাদের কোনো বসতঘরও নেই।

এ বিষয়ে তারেক সাঈদের চাচা (বাবার মামাতো ভাই) মেজর (অব.) আবুল বাশারের মন্তব্য জানতে চাইলে তিনি এ ব্যাপারে সাংবাদিকদের কাছে মুখ খুলেননি।

বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় মামলার রায় সোমবার দুপুরে ঘোষণা করা হয়েছে। রায়ে নূর হোসেন ও তাদের সাঈদসহ ২৬ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/প্রতিনিধি/জেবি)