ফরিদপুরে এনায়েত হোসেনের শ্রেষ্ঠ ছড়া’র প্রকাশনা

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০১৭, ১৮:৪৪

ফরিদপুর প্রতনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের বিশিষ্ট ছড়াকার এনায়েত হোসেনের ছড়াগ্রন্থ সংকলন “শ্রেষ্ঠ ছড়া” এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতথি ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশাররফ আলী।

গ্রন্থ সংকলক হারুনার রশীদের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে ছড়াকারের জীবন ও কর্মের ওপর আলোচনায় অংশ নেন অধ্যাপক আলতাফ হোসেন, অধ্যাপক এম এ সামাদ, অধ্যাপক ম. হালিম, সহযোগি অধ্যাপক রেজভী জামান, লেখক মফিজ ইমাম মিলন, কবি পাশা খন্দকার, কবি আবু জাফর দিলু, আসমা আক্তার মুক্তা প্রমুখ।

ম. নিজামের সঞ্চালনায় ছড়াকারের উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতে অতিথিরা গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/প্রতিনিধি/ইএস)