বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ আটক ২

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০১৭, ২০:১৮

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস

কক্সবাজার শহরের খুরুস্কুল রাস্তার মাথা থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ দুই জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭। তাদের কাছে থেকে কিছু টাকাও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে একটি ব্যাটারি চালিত টমটম থেকে এসব উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতরা হলো- সদরের ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুহুরী পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ করিম উল্লাহ (৪০) ও শহরের উত্তর রুমালিয়ারছড়ার মৃত জাফর হোসেনের ছেলে মোহাম্মদ রমিজ (৪২)।

বিকালে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আশেকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১টার দিকে র‌্যাবের একটি টিম খুরুস্কুল রাস্তার মাথা এলাকার একটি ব্যাটারি চালিত টমটম গাড়িতে তল্লাশি চালায়। এসময় সেখান থেকে দুটি বস্তাভর্তি ৭৮টি পাইপ বোমার কেচিংসহ দুই জনকে আটক করা হয়।

তিনি জানান, ধারণা করা হচ্ছে আটককৃত দু’জন কোসো নিষিদ্ধ রোহিঙ্গা সংগঠনের সদস্য। নাশকতায় ব্যবহারের বোমা তৈরির জন্য সরঞ্জাগুলো আনা হচ্ছিল।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান-আটকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এই বোমা তৈরির সরঞ্জামগুলো কক্সবাজার সরকারি কলেজের পেছনের বাসিন্দা জনৈক মাওলানা শফিকের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/প্রতিনিধি/ইএস)