পুলিশের ওপর গণমাধ্যমের আরও নজরদারি চান তথ্যমন্ত্রী

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০১৭, ১৪:৪৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সরকারি সেবামূলক সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সাংবাদিকদের নজরদারি আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি মনে করেন, এর ফলে সরকারি সংস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। সেবার মান বাড়বে। আর এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সংগ্রহে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সাংবাদিকদের আরও সক্রিয় হতে হবে। অনুসন্ধানী সাংবাদিকতায় মনোযোগ দিতে হবে। এতে করে আমাদের কাজের স্বচ্ছতা বাড়বে।’

গণমাধ্যমের সমালোচনামূলক প্রতিবেদন পরোক্ষভাবে সরকার ও দেশের স্বার্থে যায় জানিয়ে মন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের সক্রিয় অনুসন্ধান ও প্রখর নজরদারি সরকারের কাজ ও উন্নয়নকে ত্বরান্বিত করে। প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিত হয়। এটি আমাদের সবার জন্য মঙ্গলজনক। আমরাও সাংবাদিকদের গঠনমূলক সমালোচনায় ভুল সংশোধন করতে পারি।’

গত  ১৩ জানুয়ারি বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন হয়। ওই কমিটিতে সভাপতি নির্বাচিত হন দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শ্যামল সরকার ও মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক মহসিন আশরাফ। এই নতুন কমিটি আজ তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এমএম)