কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে কুয়েত যাচ্ছে ত্বকী

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০১৭, ১৫:২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে কুয়েত যাচ্ছে রাজধানীর যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজের শিক্ষার্থী সাইফুর রহমান ত্বকী। এর আগে সে এনটিভিতে প্রচারিত পিএইচপি কোরআনের আলোতে প্রথম হয়েছিল।

বৃহস্পতিবার ধর্মমন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে হাফেজ সাইফুর রহমান ত্বকী।

একাধিকবার জাতীয় পুরস্কার ছাড়াও সাইফুর রহমান ত্বকী এনটিভিতে প্রচারিত পিএইচপি কোরআনের আলো হিফজ প্রতিযোগিতায় ২০১৪ সালে ৩০ হাজার হাফেজদের পেছনে পেলে প্রথম হয়েছিল।

ইতিপূর্বে এ মাদরাসার ছাত্ররা সৌদি আরব, মিসর, আলজেরিয়া, লিবিয়া, ইরান, কুয়েত কাতার, গাম্বিয়া, বাহরাইন, দুবাই ও জর্দানে একাধিকবার বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মানকে সমুজ্জ্বল করেছে বারবার।

এছাড়া জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত এনটিভি, বাংলাভিশন, আরটিভি, মাছরাঙা টিভিসহ বিভিন্ন টিভি চ্যানেলে মাহে রমজানে প্রচারিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় একাধিকবার ১ম, ২য়, ৩য় স্থান অর্জন করে আসছে নিয়মিত।

হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসাটি দেশের লাল-সবুজের পতাকাকে বিশ্ব দরবারে সমুজ্জ্বল করায় সৌদি সরকারের পাশাপাশি বাংলাদেশ সরকার এবং কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড লাভ করেছে।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/জেবি)