কোপা ডেল রে

শিরোপার আরো কাছে বার্সা

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৭, ০৮:১৫ | আপডেট: ২০ জানুয়ারি ২০১৭, ১০:১৪

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

নেইমারের গোলে কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। এখন নিজেদের মাঠে দ্বিতীয় লেগে ড্র করলেও সেমিতে চলে যাবে মেসিরা।

রিয়াল সোসিয়েদাদকে হারাতে লুইস এনরিকের ছেলেদের বেশ কষ্ট করতে হয়েছে। মাঠের লড়াইয়ের পাশাপাশি বাকযুদ্ধেও সরব ছিল দুই দল।

২১ মিনিটের মাথায় পেনাল্টি পায় বার্সা। গোলরক্ষককে পরাস্ত করে দেখার মতো গোল করেন নেইমার।

দ্বিতীয়ার্ধে দুই দলই সুযোগ পায়। কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হয়।

৬৩ মিনিটের সময় সহজ একটি সুযোগ হাতছাড়া হয় সোসিয়েদাদের। বক্সের বাঁ দিক থেকে উরি বল পান জুরুতুজার কাছ থেকে। খুব কাছে থেকেও গোল করতে ব্যর্থ হন তিনি।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এএম)