জয়পুরহাটে অধ্যক্ষ অবরুদ্ধ, পরে মুক্ত

প্রকাশ | ২১ জানুয়ারি ২০১৭, ১৮:৪৮

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

জয়পুরহাট সরকারি কলেজের ডিগ্রি (পাস) ৩য় বর্ষের ফরম ফিলাপের অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে ছয় ঘণ্টা অধ্যক্ষ মোফাখারুলকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।

শনিবার বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তাকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ এসে তাকে মুক্ত করে বলে শিক্ষার্থীরা জানান।

জয়পুরহাট সরকারি ডিগ্রি কলেজে ডিগ্রি (পাস) কোর্সের ৩য় বর্ষে ফরম পূরণ বাবদ ১৩শ টাকা থেকে বৃদ্ধি করে ১৯শ টাকা করা হয়। এর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা ক্ষেপে উঠেন।

সদর থানার এসআই আব্দুল খালেক জানান, ফরম পূরণ নিয়ে ছাত্র-ছাত্রী ও অধ্যক্ষের মাঝে অসন্তোষের প্রেক্ষিতে কলেজে জটলা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

কলেজের অধ্যক্ষ মোফাখারুল ইসলাম বলেন, কিছু ছাত্র অনৈতিক দাবি নিয়ে আমার কাছে এসেছিল। এছাড়াও কয়েকজন ছাত্রের বিনা টাকায় ফরম পূরণ করে দেয়ার দাবি করেন। আমি দাবি না মানাই তারা হৈ চৈ ও বিচ্ছৃঙ্খলা করার চেষ্টা করে। তবে অবরুদ্ধ করার কোন ঘটনা ঘটেনি।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/প্রতিনিধি/এলএ)