টেস্ট র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেললো নিউজিল্যান্ড

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০১৭, ২১:১৪

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হারায় বাংলাদেশের রেটিং পয়েন্ট ৩ কমেছে। অন্যদিকে, দুই পয়েন্ট বেড়েছে নিউজিল্যান্ডের। এর ফলে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলে পঞ্চম অবস্থানে উঠে গেছে কিউইরা।

এই সিরিজ শুরু করার আগে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৯৬ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে ছিল নিউজিল্যান্ড। দুই পয়েন্ট বেড়ে তাদের পয়েন্ট এখন ৯৮। পাকিস্তান এখন আছে ষষ্ঠ অবস্থানে। তাদের রেটিং পয়েন্ট ৯৭।

সর্বশেষ আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং

দল            রেটিং পয়েন্ট

১.ভারত            ১২০

২.অস্ট্রেলিয়া        ১০৯

৩.দক্ষিণ আফ্রিকা    ১০৭

৪.ইংল্যান্ড           ১০১

৫.নিউজিল্যান্ড       ৯৮

৬.পাকিস্তান         ৯৭

৭.শ্রীলঙ্কা            ৯২

৮.ওয়েস্ট ইন্ডিজ    ৬৯

৯.বাংলাদেশ        ৬২

১০.জিম্বাবুয়ে        ৫

(ঢাকাটাইমস/২৩ জানুয়ারি/এসইউএল)