ফোন করে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০১৭, ১১:১৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ওবামা প্রশাসনের শেষের দিকে জাতিসংঘের একটি প্রস্তাবে ভেটো দেওয়া নিয়ে দুইদেশের সম্পর্কে খানিকটা চিড় ধরে। সম্পর্ক শোধরাতে এ বার উদ্যোগী হলেন স্বয়ং মার্কিন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুকে টেলিফোন করে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান তিনি। নেতানিয়াহুও স্বাদরে আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়। এদিকে হোয়াইট হাউসের পক্ষে থেকেও এক বিবৃতিতে টেলিফোনালাপের কথা জানানো হয়েছে।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বরাবরই যুক্তরাষ্ট্রের ভাল সম্পর্ক। ডিসেম্বরে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশের সময় ভেটো দেওয়া থেকে বিরত ছিল যুক্তরাষ্ট্র। যদিও আগে বহুবার জাতিসংঘে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে বিভিন্ন ইজরায়েল-বিরোধী প্রস্তাব পাশ হতে পারেনি। কিন্তু শেষবার বাদ সাধেন বারাক ওবামা। তার যুক্তি ছিল, ইসরায়েলের জন্য শান্তি বিঘ্নিত হচ্ছে পশ্চিম এশিয়ায়।

যদিও ট্রাম্প তখনই ওবামা প্রশাসনকে একহাত নিয়ে বলেছিলেন, ‘২০ জানুয়ারির পরে সব কিছু এক থাকবে না।’

সেই কথা মতোই কাজ করলেন ট্রাম্প। নেতানিয়াহুকে ফোন করে আগামী মাসে হোয়াইট হাউস আসার আমন্ত্রণও জানান। হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা নিয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার। দুইদেশের সম্পর্ক যাতে আরও মজবুত হয়, কথা হয়েছে তা নিয়েও।

তবে ইসরায়েলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে নিয়ে যাওয়া নিয়ে বিবৃতি দেয়নি হোয়াইট হাউস। প্রচারের সময় বিতর্কিত জেরুজালেমে দূতাবাস সরানোর প্রতিশ্রুতি দেন ট্রাম্প। ফোনালাপে সেই প্রসঙ্গ উঠেছিল কি না, তা জানা যায়নি। এখনও পর্যন্ত কোনও দেশেরই দূতাবাস জেরুজালেমে নেই। কারণ ইসরায়েলের মতো ফিলিস্তিনও জেরুজালেমকে নিজের বলে দাবি করে।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/জেএস)