দুই হাজার কোটি টাকা ছাড়াল ডিএসই’র লেনদেন

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০১৭, ১৭:০২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেন হয়েছে ২০১৩ কোটি ৪৪ লাখ ৯০ হাজার ৪৫৭ টাকা।

৩২৮টি কোম্পানির ৬৮ কোটি ২৮ লাখ ২৪ হাজার ৬৪৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ার।

ডিএসই ব্রড ইনডেক্স (DSEX) আগের কার্যদিবসের চেয়ে ৩৮.৪৫ পয়েন্ট বেড়ে ৫৭০৮.২৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৫.৬৪ পয়েন্ট বেড়ে ২০৪০.২৭ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ্ সূচক (DSES) ৪.১৮ পয়েন্ট বেড়ে ১৩০১.৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

টাকার লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইসলামী ব্যাংক, বেক্সিমকো লি., সামিট পাওয়ার, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বারাকা পাওয়ার, এক্সিম ব্যাংক, এবি ব্যাংক ও আরএকে সিরামিকস।

বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি:- জাহিন টেক্স,  ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামি ব্যাংক,  ফনিক্স ফাইন্যান্স, পুবালী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এক্সিম ব্যাংক, সিটি ব্যাংক, দেশ গার্মেন্টস ও রুপালী ব্যাংক।

অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি:- সিভিওপিআরএল, সোনারগাঁ টেক্সটাইল, টুংহাই নিটিং, সাভার রিফেক্ট্ররিজ, পেনিনসুলা চিটাগং, নর্দান জুট, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, আরএসআরএম স্টীল, ন্যাশনাল টিউব ও শাইন পুকুর। 

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/জেআর/জেবি)