বুধবার ফেসবুক চ্যাটে আসছেন মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০১৭, ২০:২৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বাংলাদেশে তার অবস্থানকালের দুই বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ওপর আগামীকাল বুধবার ফেসবুক চ্যাটে অংশ নেবেন।

রাষ্ট্রদূত বার্নিকাটের সঙ্গে চ্যাট শুরু হবে বুধবার বিকাল সাড়ে ৩টায় এবং তা এক ঘণ্টা চলবে।

এসময় রাষ্ট্রদূত বার্নিকাট বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজ। এতে ৪০ লাখের বেশি বন্ধু রয়েছে। তিনি এর মধ্যে থাকা অনেকের প্রশ্নের উত্তর দেবেন।

মঙ্গলবার আমেরিকান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রদূত বার্নিকাটের কথা উদ্ধৃত করে বলা হয়, ‘রাষ্ট্রদূত হিসেবে আমার পছন্দের কাজের একটি বাংলাদেশের সর্বস্তরের মানুষের সাথে কথা বলার সুযোগ পাওয়া। আমি আমাদের ফেসবুক বন্ধুদের সঙ্গে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব প্রতিদিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তা নিয়ে চ্যাট করার অপেক্ষায় রয়েছি।’

বাংলাদেশে রাষ্ট্রদূত বার্নিকাটের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র দূতাবাস মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টায় একটি বিশেষ ‘ভিডিও’ ফেসবুক পেজে প্রকাশ করেছে। ফেসবুক বন্ধুরা ‘ভিডিও’র মতামত অংশে প্রশ্ন করতে পারেন।

এছাড়া এ ওয়েবসাইটের মাধ্যমেও যোগাযোগ করা যাবে www.facebook.com/bangladesh.usembassy/

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/জেবি)