পুকুরে বিষ, মরলো ১০ লাখ টাকার মাছ

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০১৭, ২১:৩০

চাঁদপুরের কচুয়ায় পুকুরে বিষ ঢেলে ১০ লাখ টাকার বেশি মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার উপজেলার বিতারা ইউনিয়নের লইয়ামেহের গ্রামে মাছ নিধনের এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই গ্রামের মমতাজ মিয়ার ছেলে মেহেদি হাসানের লিজ নেয়া পুকুরে দুষ্কৃতিকারীরা শুক্রবার বিকেলে বিষ ঢেলে দেয়। বিকালে পুকুরে মাছের খাবার দিতে গিয়ে সব মাছ মরে ভেসে থাকতে দেখা যায়। মৎস্যচাষী মেহেদি হাসান জানান, আমি দিঘিসহ ছয়টি পুকুরে ১৪ বছর যাবৎ সফলতার সঙ্গে মাছ চাষ করে আসছি।

আমি ব্যাংকের অর্থায়নে মধু মাস্টারের বাড়ির লিজকৃত পুকুরে দেশীয় বোয়াল, রুই, কাতল, মৃগেল, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছি। এ পুকুরে প্রায় ১০ লাখ টাকার মাছ রয়েছে। সব মাছ বিষ দিয়ে নিধন করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তার মাধ্যমে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার মাছ নিধনের বিষয়ে মেহেদি হাসান কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :