বিস্কুট দৌড়ে চুন খেয়ে ১২ স্কুলছাত্রী অসুস্থ

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০১৭, ২১:৪৮ | আপডেট: ২৮ জানুয়ারি ২০১৭, ২১:৫২

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস

স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অসাবধনাবশত চুন খেয়ে গুরুতর অসুস্থ হয়েছে পড়েছে ১২ শিক্ষার্থী। তাদের একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

শনিবার দুপুরে কুড়িগ্রামের উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা  শফিকুল ইসলাম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এক পর্যায়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বিস্কুট দৌড় প্রতিযোগিতা শুরু হয়। এ সময় পেছনে হাত বাঁধা অবস্থায় প্রতিযোগী শিক্ষার্থীরা চুন দিয়ে ঢেকে রাখা বিস্কুট মুখে নিলে তাদের মুখ পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে অসুস্থ ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এদের মধ্যে মনি নামের এক শিক্ষার্থীর চোখ ও মুখ মারাত্মকভাবে আক্রান্ত হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সপ্তম শ্রেণির আহত অপর শিক্ষার্থীরা হলেন, রিফাত নানজিবা, তৌফিকা হক, নিশাত তাজরীন, বর্ষা, বণর্, মৌমিতা, রুকাইয়া জাহান, অনামিকা ও মনিরা জান্নাত মিম। দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিযে ছেড়ে দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল হামিদ সরকার জানান, আক্রান্তদের চিকিৎসা চলছে। একজনের অবস্থা বেশি গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা সেরে উঠছে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/জেবি)