শাহজালালে ১২ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০১৭, ১৫:৫৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট ও স্টেরয়েড মেডিসিন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল। উদ্ধার হওয়া সিগারেটগুলো ব্রিটেনের বেনসন অ্যান্ড হেগজেজ ও কোরিয়ার ইজি ব্রান্ডের। শুল্কসহ এগুলো মূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছেন, রবিবার দুপুর সোয়া ১২টার দিকে দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ নম্বর একটি ফ্লাইটে শাহজালালে অবতরণ করেন মো. জামাল উদ্দিন নামের এক যাত্রী।  গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জামাল উদ্দিনকে নজরদারিতে রাখা হয়। পরে সাত নম্বর বেল্টে তার ব্যাগেজ সংগ্রহ করতে গেলে তাকে কাস্টমস হলে আনা হয়। এরপর তার কাছ থেকে আমদানি নিষিদ্ধ ৩৬ হাজার ছয়শ পিস বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এই সিগারেটগুলো তার কাছে তিনটি লাগেজে ছিল।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের এই সূত্র জানিয়েছে, জামাল উদ্দিনের কাছ থেকে এছাড়াও স্টেরয়েড জাতীয় দুই হাজার পিস ট্যাবলেট উদ্ধার করা হয়। আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের উপরে ৪৫ শতাংশ শুল্ক পরিহারের জন্যই এই সিগারেট আনা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মঈনুল খান বলেন, এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।

(ঢাকটাইমস/২৯জানুয়ারি/এএ/জেবি)