পল্লবীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০১৭, ২১:৩৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর পল্লবী এলাকায় তাছলিমা বেগম (৩০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই তার স্বামী পলাতক রয়েছেন।

পল্লবী থানার উপপরিদর্শক ফারুক বলেন, শনিবার সকালে পল্লবীর সাত নম্বর সেকশনের আবদুল বারেকের গলির টিনসেট বাড়ির একটি কক্ষ থেকে তাছলিমার লাশ উদ্ধার করা হয়। তার গলায় আঘাতের চিহ্ন ছিল। পুলিশের ধারণা পারিবারিক কলহের কারণে তার স্বামীই তাকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে গেছেন। 

নিহতের ভাই হাবিবুর রহমান বলেন, তাছলিমা পল্লবীতে একটি পোশাক তৈরির কারখানায় কাজ করতেন। তার স্বামী নুর আলম রিকশা চালক। তবে কিভাবে তাছলিমার মৃত্যু হয়েছে তা আমাদের জানা নেই। তাছলিমার দুইটি ছেলে রয়েছে।

নিহত তাছলিমা বেগম মুন্সীগঞ্জের পানামা গ্রামের মৃত ওসমান গনির মেয়ে।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এএ/জেবি)