খালেদার শুনানিতে অজ্ঞান বিএনপি নেতা সালাম

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০১৭, ১২:২৪ | আপডেট: ৩০ জানুয়ারি ২০১৭, ১৬:০০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলা শুনানির সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন তার উপদেষ্টা ও মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুস সালাম। সোমবার দুপুর ১২টার দিকে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিতে সকালে বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে হাজির হন খালেদা জিয়া। তার আসার আগেই আদালতে হাজির হন বিএনপি বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ খালেদার আইনজীবীরা।

দুপুর ১২টার দিকে এজলাস কক্ষের পাশে বসে পানি পান করছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম। এ সময় হঠাৎ তার হাত থেকে গ্লাস পড়ে যায়। এবং চেয়ারের মধ্যেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় কিছু সময়ের জন্য আদালতের কার্যক্রম বন্ধ রাখা হয়। সেখানে থাকা দলটির অন্য নেতারা দ্রুত তাকে একটি অ্যাম্বুলেন্সে করে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাকে সেখানে ভর্তি করা হয়েছে।

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের নিউরোলজি বিভাগের অধ্যাপক কমল উদ্দিন ঢাকাটাইমসকে বলেন, ‘রক্তচাপ বেড়ে যাওয়ায় এবং ডায়াবেটিস একেবারে লো হওয়ায় তিনি স্ট্রোক করেছেন। তাকে তিন থেকে চারদিন পর্যবেক্ষণে রাখা হবে।’

এ সময় হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসসহ বিএনপির বেশ কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিতে আদালতে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে সকাল সকাল সোয়া ১১টার দিকে গুলশানের বাসা থেকে বের হয়ে বেলা ১১টা ১০মিনিটে আদালতে আসেন বিএনপি চেয়ারপারসন।

আগামী বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনে খালেদা জিয়ার অসমাপ্ত বক্তব্য দেওয়া দিন ধার্য রয়েছে।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/বিইউ/এমআর)