স্কুল ছুটি দিয়ে মেলায় শিক্ষকরা

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০১৭, ১৯:৩১

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

স্কুল ছুটি দিয়ে প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকরা শিক্ষামেলায় ঘুরতে গেছেন বলে। স্কুল বন্ধ থাকায় রাস্তার পাশে কোমলমতি শিক্ষার্থীরা খেলাধূলা করছে। প্রধান ফটকে তালা ঝুলছে।

সোমবার জেলার জাজিরা উপজেলার চরাঞ্চলে অবস্থিত কালাই মাদবর বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় স্কুলের অভিবাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন।

নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন শিক্ষার্থী জানায়, আমাদের স্কুলের স্যাররা মাঝেমাধ্যেই আমাদের ছুটি দিয়ে চলে যান। তাই আমরা খেলাধূলা করে বাড়িতে চলে যাই।

স্কুল বন্ধ কেন জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সোবাহান মিয়া জানান, আমি স্কুল ছুটি দিয়ে মিনার মেলায় (শিক্ষামেলা) ঘুরতে এসেছি।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হাজি সিরাজ মাদবর বলেন, ‘স্কুল ছুটি দিয়া মেলায় ঘুরতে গেছে শিক্ষকরা। চরাঞ্চল হওয়ায় এখানে শিক্ষার মান কম। এরমধ্যে আবার স্কুল বন্ধ করে ঘুরতে যাওয়া উচিৎ হয়নি।’

জাজিরা উপজেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘স্কুল বন্ধ করে মেলায় আসার নিয়ম নেই। যদি কেউ স্কুল বন্ধ করে আসে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/প্রতিনিধি/জেডএ)