সাদাত ও মোফাজ্জলের নাম প্রস্তাব জাগপার

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০১৭, ২৩:৪৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

নির্বাচন কমিশনে সাবেক মন্ত্রিপরিষদ সচিব সাদাত হোসেন ও মোফাজ্জল করিমের নাম প্রস্তাব করেছেন বিএনপি জোটের শরিক জাগপার চেয়ারম্যান শফিউল আলম প্রধান।

সার্চ কমিটিতে নাম দেয়া নিয়ে বিএনপির আহ্বানে সাড়া দিয়ে তিনি সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে এ নাম প্রস্তাব করেছেন।

শফিউল আলম প্রধান কার্যালয়ে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন। এসময় তিনি নিজ দলের পক্ষ থেকে ফখরুলের কাছে এই দুইটি নাম প্রস্তাব করেন। যদিও রাষ্ট্রপতি জাগপাকে ইসি গঠনের বিষয়ে আলোচনার জন্য ডাকেননি।

এর আগে বিকালে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলের মহাসচিবদের বৈঠক হয়। বৈঠকে রাষ্ট্রপতির সঙ্গে অংশ নেয়া এই জোটের সাতটি দল আলাদা করে সার্চ কমিটির কাছে নাম জমা দেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

 এছাড়া বিএনপি মহাসচিব জোটের অন্য দলগুলোকে বিএনপির কাছে তাদের পছন্দের নাম জমা দেয়ার জন্য বলেন। এর পরিপ্রেক্ষিতে জাগপা এই নাম প্রস্তাব করে।

শফিউল আলম  বলেন, ‘দলের পক্ষ থেকে বিএনপি মহাসচিবের কাছে সাবেক সচিব সাদত হোসেন এবং মোফাজ্জল করিমের নাম প্রস্তাব করেছি।’

 তিনি বলেন, ‘এছাড়া আমরা মনে করি ২০১৪ সালে আওয়ামী লীগ নিয়ম রক্ষার নির্বাচন করেছিল। তেমনি নিয়ম রক্ষার জন্য এই নাম প্রস্তাব করা। এছাড়া শুধু নির্বাচন কমিশন গঠনই শেষ কথা নয়, যদি যোগ্য উপযুক্ত নির্বাচনকালীন সহায়ক সরকার গঠন করা না হয় তাহলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব।

রাতে জোটের কয়েকটি দলের নেতারা গুলশান কার্যালয়ে গেছেন বলে জানা গেছে। তারা কে কার নাম দিয়েছেন তা জানা যায়নি। তবে বিএনপি চেয়ারপারসন দলের নেতাদের সঙ্গে বৈঠক করে সবশেষ চূড়ান্ত নামের কথা গণমাধ্যমকে জানাতে পারেন।

জোট সূত্রে জানা গেছে, জোটের মধ্যে সমন্বয় করেই নাম দেয়া হবে। সেক্ষেত্রে সব দলই তাদের নামের ক্ষেত্রে কয়েকটি কমন নাম বিএনপির কাছে দেবেন। এদের মধ্যে সাবেক মন্ত্রিপরিষদ সচিব সাদাত হোসেন, আলী ইমাম মজুমদার ও রাষ্ট্রবিজ্ঞানী দিলারা জামানের নাম থাকতে পারে।

(ঢাকাটাইমস /৩০জানুয়ারি /বিইউ/জেডএ)