ভৈরবে দুইপক্ষের সংঘর্ষে আহত ৩০

প্রকাশ | ৩১ জানুয়ারি ২০১৭, ১৪:২৪

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি

ভৈরবের ভবানীপুর গ্রামে দুইপক্ষের সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার সকালে স্থানীয় হুমায়ূন ও জয়নাল গ্রুপের মধ্য এই সংঘর্ষ হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানে হয়েছে। অন্যদেরকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন-শফিউল্লাহ, আরশ, শরীফ, শেখ জয়, আল আমিন,সাব্বির, মামুন। অন্যদের নাম এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে সকারে ভবানীপুর গ্রামে হুমায়ূন ও জয়নাল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র দা, বল্লম, লাঠি নিয়ে সংঘর্ষে লিড্ত হয়। এতে দুইপক্ষের প্রায় ৩০  জন আহত হয়েছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ বদরুল আলম তালুকদার ঢাকাটাইমসকে জানান, ভবানীপুর গ্রামে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে হুমায়ূন ও জয়নাল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/প্রতিনিধি/জেডএ)