সরস্বতী মূর্তির হাট বসেছে ফরিদপুরে

প্রকাশ | ৩১ জানুয়ারি ২০১৭, ১৭:২২

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী মূর্তির হাট বসেছে ফরিদপুরের শহরের বিভিন্ন স্থানে। আগামীকাল বুধবার থেকে এই পূজা শুরু হবে।

জেলা শহরের থানা মোড়, বোয়ালমারী বাজার, কানাইপুর হাট, ভাঙ্গা বাজার, মধুখারীর রেল স্টেশন, আলফাডাঙ্গা বাজার, সদরপুর বাজারসহ অর্ধশতাধিক স্থানে এই হাট বসেছে।

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ পূজার অনুষ্ঠান হবে। তার প্রস্তুতি গত কয়েক দিন আগে থেকে শুরু হয়েছে।

হিন্দুধর্ম মতে সরস্বতী বিদ্যার দেবী। হিন্দু শিক্ষার্থীরা দেবীর আশির্বাদ লাভের আশায় প্রতি বছর পঞ্জিকা মতে মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করেন। পূজা উপলক্ষে ফরিদপুরে হিন্দু শিক্ষার্থীদের মাঝে চলছে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

জেলার সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ, সরকারি গালর্স স্কুল, জেলা স্কুল, বোয়ালামারী জজ একাডেমিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে বর্ণিল সাজে সাজানো হয়েছে ।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/প্রতিনিধি/জেডএ)