প্রথম দিনের বইমেলায় সৈয়দ শিশিরের ‘প্রবচনগুচ্ছ’

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫৩ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৩৫

ঢাকাটাইমস ডেস্ক

এবারের বইমেলার প্রথম দিনেই আসছে কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক সৈয়দ শিশিরের বই ‘প্রবচনগুচ্ছ’। লিটলম্যাগ চত্বর ‘প্রকাশ’ স্টল, গণপ্রকাশন (স্টল নম্বর ১২৭) ও আজিজ সুপার মার্কেট ‘পলল’-এ পাওয়া যাবে বইটি।

এ বইয়ের প্রকাশক শফিক হাসান, প্রকাশ পাবলিকেশন্স, প্রচ্ছদ : মাহতাব শফি, অঙ্গসজ্জা : অপূর্ব কুমার মণ্ডল, দাম : ৫০ টাকা।

সৈয়দ শিশিরের ২০০৮ সালে প্রকাশিত হয় প্রথম কবিতার বই ‘আমি তার, যে আমার’। কবিতার পাশাপাশি লিখছেন প্রবন্ধ-নিবন্ধ, কলাম, সাহিত্য, সমালোচনা গল্প ও ছড়া।

একটি সাপ্তাহিক পত্রিকার প্রধান প্রতিবেদক ও সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সৈয়দ শিশির।

(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/এলএ)