নেদারল্যান্ড যাচ্ছেন বিজিএমইএ ফেলোশিপ পাওয়া সাংবাদিকরা

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩১ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

তৈরি পোশাক শিল্প নিয়ে বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করে এই খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ছয় সাংবাদিককে ‘জার্নালিজম ফেলোশিপ-২০১৫’ দিয়েছে তৈরি পোশাক ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স এসোসিয়েশনের (বিজিএমইএ) ও ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)।এবার তাদের নেদারল্যান্ড সফরে পাঠাবে বিজিএমইএ।

বুধবার দুপুরে বিজিএমইএর সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান ফেলোশিপ পাওয়া সাংবাদিকদের নেদারল্যান্ডস ভ্রমণবিষয়ক সংবাদ সম্মেলন করেন।

ফেলোশিপ পাওয়া সাংবাদিকরা হলেন-এটিএন বাংলার প্রতিবেদক শরিফুল আলম, দীপ্ত টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেদী হাসান আল বাকার, দৈনিক যুগান্তর পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক মিজানুর রহমান চৌধুরী, দৈনিক ইত্তেফাক এর নিজস্ব প্রতিবেদক রিয়াদ হোসেন, ঢাকা ট্রিবিউনের নিজস্ব প্রতিবেদক ইব্রাহিম হোসেন অভি এবং ভয়েস অব আমেরিকার প্রতিবেদক নাসরিন হুদা বিথী।

এই ছয় সাংবাদিক ৫ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত নেদারল্যান্ড সফরে পাঠাবে বিজিএমইএ ও বিইউএফটিএ। সফরে তারা নেদারল্যান্ডের মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স, সোশ্যাল ও ইকোনোমিক কাউন্সিল, সিবিআই, অ্যাকোর্ডসহ বিভিন্ন ব্রান্ড স্ট্কহোল্ডারদের সঙ্গে সাক্ষাৎ করে পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ছয় সাংবাদিকের সঙ্গে নেদারল্যান্ড যাচ্ছেন ইটিভির প্রধান নির্বাহী মঞ্জুরুল আহসান বুলবুল এবং ৭১ টিভির পরিচালক (বার্তা) সৈয়দ ইশতিয়াক রেজা, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। প্রতিনিধি দলটির নেএত্ব দেবেন বিজিএমইএর সভাপতি (অর্থ) মোহাম্মদ নাসির।

(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/জেআর/বিইউ/এমআর)