আখাউড়ায় হিফ্জুল কুরআন প্রতিযোগিতা

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৯

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সম্পন্ন হয়েছে ২১তম জাতীয় হিফ্জুল কুরআন প্রতিযোগিতা। ‘হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’-আখাউড়া শাখার উদ্যোগে উপজেলার সীমান্তঘেষা দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর নাসিরুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় এ কুরআন প্রতিযোগিতা হয়।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী উপজেলার ২১টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ জন হাফেজ ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন  বাংলাদেশ হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসীয়া মাদ্রাসার মুহাদ্দীস মাওলানা হাফেজ মোশারফ হুছাইন।

প্রধান বিচারক ছিলেন বাংলাদেশ হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ ক্বারী যুবাইর আহম্মদ নূহ কাসেমী।

এ সময় উপস্থিত ছিলেন- হাফেজ মাওলানা এমদাদ হোসেন, মাওলানা উবায়দুল্লাহ্ ভাদুঘরী, মাওলানা হাবিবুল্লাহ্, মাওলানা আব্দুল হামিদ প্রমুখ।

পরে বিকাল ৪টার দিকে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের বিশেষ মেহমান আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত জর্ডান নাগরিক মাওলানা ক্বারী হাফেজ ইসমাঈল আহম্মেদ।

(ঢাকাটাইমস/২ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)