মাদারীপুরে সরস্বতী পূজা শেষে পুরস্কার বিতরণ

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৩২

ঝমকালো সাজসজ্জা উচ্চস্বরের শব্দযন্ত্রে নেচে গেয়ে, আনন্দ-উল্লাস শেষে মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে মাদারীপুরে শেষ হয়েছে তিন দিনের সরস্বতী পূজা। সরস্বতী পূজার প্রতিমাগুলো ট্রাক-পিকআপে করে শুক্রবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত পুরো শহর প্রদক্ষিণ করে পুরাণবাজার মেলবোন প্লাজায় গিয়ে শেষ হয়। সেখানে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শেষ ঘটে এর সমাপ্তি।

এতে অংশ নেন শিশু-কিশোর, নারী-পুরুষসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ। পাশাপাশি এই শোভাযাত্রা দেখতে শহরের মোড়ে মোড়ে জড়ো হয় বিভিন্ন জেলা থেকে আসা ভক্তরা। ফলে শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। দেশের বিভিন্ন জেলা থেকে আসা কয়েক হাজার দর্শনার্থীও আনন্দ উল্লাসে মেতে থাকেন এই পূজায়।

প্রতি বছরের মত বর্ণাঢ্য আয়োজনে জেলা শহরে তৈরি করা হয় ৭০টির বেশি সুদৃশ্য তোরণ, এর জন্য প্রায় ৬ কিলোমিটার এলাকাজুড়ে আলোকসজ্জা করা হয়।

(ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :