সরকার কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেয় না: এলজিআরডি মন্ত্রী

প্রকাশ | ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৯ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৪

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার কোনো সন্ত্রাসীকে আশ্রয়-প্রশ্রয় দেয় না। সন্ত্রাস করে কেউ পার পাবে না। মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের সময় দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারেনি, আর এখন সবাই নিরাপদে বসবাস করছে। 

শনিবার বিকালে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চারটি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। ১২ কোটি ৯৭ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে একটি ব্রিজ ও ১৮ কিলোমিটার দৈর্ঘে্যর সড়ক নির্মাণ করা হয়েছে।  

এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ।

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘২০১৮ সালের ডিসেম্বরে বা ২০১৯ সালের জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশকে উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ভোট দিয়ে ক্ষমতায় নিতে হবে।’

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে উঠে পড়েছে। ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত বিশ্বে মাথা তুলে দাঁড়াবো।’

এলজিআরডি মন্ত্রী বিএনপির আন্দোলন প্রসঙ্গে বলেন, ‘বিএনপি মানুষের জন্য রাজনীতি না করার জন্য আজ তাদের দল জনবিচ্ছিন্ন হয়ে গেছে।’ বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ মানুষের জন্য রাজনীতি করে বিধায় দেশের মানুষ আজ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।’

মোশাররফ হোসেন বলেন, ‘আওয়ামী লীগকে আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই, কারণ এই দল রাজপথ থেকে জন্ম নিয়েছে।’

কৃষ্ণনগর আওয়ামী লীগ আয়োজিত ওই সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম বাশারুল আলম বাদশা বিশ্বাস সভাপতিত্ব করেন।

(ঢাকাটাইমস/০৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেবি)