বান্দরবানে ৩৩ ঘণ্টা পর অপহৃত গ্রামপ্রধান উদ্ধার

বান্দরবান প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ২১:১২

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাগমারা ভেতর পাড়া থেকে শুক্রবার রাতে অপহৃত গ্রামপ্রধান মংশৈথুই মারমা ৩৩ ঘণ্টা পর উদ্ধার হয়েছেন।

রবিবার ভোর সোয়া ৭টার দিকে একই উপজেলার দুর্গম বেতছড়ার চিংঞাংমুখ এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশ তাকে উদ্ধার করে। তবে অপহরণকারী সন্ত্রাসীদের মারপিটে তিনি গুরুতর আহত হন।

রোয়াংছড়ি থানার পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নোয়াপতং ইউনিয়নের বাগমারা ভেতর পাড়া থেকে গ্রামপ্রধান ও আওয়ামী লীগ নেতা মংশৈথুই মারমাকে সশস্ত্র সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। তাকে বেধড়ক মারপিট করা হয়। অপহরণের সংবাদ পাওয়া মাত্রই সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে নামে। ৫-৬টি উদ্ধার দল মাঠে কাজ করে। ফলে সন্ত্রাসীরা বাধ্য হয়ে মংশৈথুইকে ফেলে পালিয়ে যায়। বেতছড়ার চিংঞাংমুখ এলাকা থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

রোয়াংছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান চলামং মারমা জানান, অপহৃত গ্রামপ্রধান উদ্ধার হওয়ায় আগামী ৬ ফেব্রুয়ারি ঘোষিত সকাল-সন্ধ্যার অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :