মালেক মুস্তাকিমের কিশোর উপন্যাস ‘ঘুমকুমার’

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১২

ঢাকাটাইমস ডেস্ক

এবারের অমর একুশে বইমেলায় আসছে তরুণ কবি ও কথাসাহিত্যিক মালেক মুস্তাকিমের কিশোর উপন্যাস ‘ঘুমকুমার’।

অদ্ভুত আশ্চর্য কয়েকজন রহস্য বালকের স্কুল হোস্টেল নিয়ে উপন্যাসের শরীর বেড়ে ওঠে। কিছু দুরন্ত কিশোরের চোখ দিয়ে দেখা এক জীবন সময়ের চরে ঘুরপাক খেতে খেতে বয়ে চলে। স্কুল শিক্ষকদের বিবিধ আচরণ, হোস্টেলে ঘটে যাওয়া মজার মজার কাহিনী নিয়ে এগিয়ে যায় গল্পের চাকা। সেখানে হাসি আছে আনন্দ আছে- দুঃখ বিষাদ যেমন আছে তেমনি আছে রহস্য আর এডভেঞ্চার।

এক ঘুমকাতুরে ছাত্রের ঘুম সবার ভেতরে সঞ্চারিত হয়। ছাত্র-শিক্ষক সবাই শুধু ঘুমায় আর ঘুমায়। কিন্তু কী সেই রহস্য যা সবাইকে ঘুম পাড়িয়ে দেয়! কে এই ঘুমকুমার?

বিস্তারিত জানতে হলে চোখ রাখতে হবে শোভা প্রকাশের ৩১৭-৩২০ নং স্টলে।

বইটি মেলায় আনছে বাংলাবাজারের খ্যাতনামা সৃজনশীল প্রকাশনা সংস্থা শোভা প্রকাশ। কিশোর কিশোরীদের মাঝে বইটি ব্যাপক সাড়া ফেলবে বলে শোভা প্রকাশের সত্ত্বাধিকারী মিজানুর রহমান মনে করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র মালেক মুস্তাকিম কৈশোরকাল থেকেই লেখালেখি করছেন। বর্তমানে তিনি সরকারের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।

(ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/এমএম/জেবি)