মুজাহিদের ভ্রাতৃবধূসহ জামায়াতের ২৮ নারী সদস্য কারাগারে

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫১ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামের ২৮ নারী সদস্যকে দুই দফা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

জামায়াতের এই নারী সদস্যদের একজন সাকিয়া তাসনিম জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছোট ভাই আলী আকরামের স্ত্রী। একাত্তরের মুক্তিযুদ্ধে  মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হয়েছে মুজাহিদের।

কারাগারে পাঠানো অন্যরা হলেন হলেন, জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি শাহনাজ বেগম (৫৬), রোকন পর্যায়ের নেত্রী নাঈমা আক্তার (৫৫), উম্মে খালেদা (৪০), জোহরা বেগম (৩৫), সৈয়দা শাহীন আক্তার (৪০), উম্মে কুলসুম (৪২), জেসমিন খান (৪৩), খোদেজা আক্তার (৩২), সালমা হক (৪৫), সেলিমা সুলতানা সুইটি (৪৮), হাফসা (৫৫), আকলিমা ফেরদৌস (৩৭), রোকসানা বেগম (৫১), আফসানা মীম (২৫), শরীফা আক্তার (৫৩), রুবিনা আক্তার (৩৮), তাসলিমা (৫২), আসমা খাতুন ড়পি (৩৫), সুফিয়া (৪১), আনোয়ারা বেগম (৪৬), ইয়াসমিন আক্তার (৪১), সাদিয়া (৪৫), ফাতেমা বেগম (৫১), উম্মে আতিয়া (৪৬), রুমা আক্তার (৩২), রাজিয়া আক্তার (৪২) এবং রাহিমা খাতুন (৩০)।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক মো. শরীফুল ইসলাম বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় আসামিদের দুই দফায় তিন দিনের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করেন। তিনি মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের জামিনের বিরোধিতা করে তিনি বলেন, জামিনে মুক্তি পেলে আসামিরা চিরতরে পলাতক হওয়ার সম্ভাবনা বিদ্যমান।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩ ফেব্রুয়ারি দুই দিন এবং ৬ ফেব্রুয়ারি তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ২ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানা এলাকার তাজমহল রোডের ১১/৭ নম্বর বাড়ির দোতলায় বৈঠক থেকে ওই ২৮ জনকে আটক করে পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়।

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/মোআ)