মুক্তিযোদ্ধাদের বয়সসীমা ১৩ বছর কেন বাতিল নয়

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

মুক্তিযোদ্ধাদের বয়সসীমা ন্যূনতম ১৩ বছর নির্ধারণ করে দেয়াকে কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ আজ  বুধবার এ রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের চেয়ারম্যানকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনূছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। 

ইউনূছ আলী আকন্দ জানান, গত বছরের ১০ নভেম্বর মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও বয়স নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের ২ ধারায় বলা হয়েছে, মুক্তিযোদ্ধা হিসেবে নতুন অন্তর্ভুক্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার বয়স ১৯৭১ সালের ২৬ মার্চ তারিখে ন্যূনতম ১৩ বছর হতে হবে। এ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে গাজীপুরের তিনজন মুক্তিযোদ্ধা হাইকোর্টে রিট করেন।

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/এমএবি)